ঢাকা, শনিবার, ১১ মে, ২০২৪

বাঙালিদের প্রতিটি অর্জনই আন্দোলন-সংগ্রামে অর্জন করতে হয়েছে : প্রধানমন্ত্রী

ভাষার অধিকার থেকে স্বাধীনতা পর্যন্ত বাঙালিদের প্রতিটি অর্জনই আন্দোলন-সংগ্রামে অর্জন করতে হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মানসূচক একুশে পদক প্রদান অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।


শেখ হাসিনা বলেন, আমরা বাঙালি, বাংলা আমাদের দেশ। এই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে চলবে, সম্মানের সঙ্গে চলবে। কারও কাছে হাত পেতে নয়, আমরা নিজের পায়ে দাঁড়িয়ে আত্মমর্যাদা ও সম্মান নিয়ে বিশ্বের বুকে চলব।


প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারি চলছে। যদিও ভ্যাকসিন আসছে, ভ্যাকসিন দিচ্ছি। এ বিষয়ে আরও গবেষণা চলছে। সে জন্য সবাইকে স্বাস্থ্য সুরক্ষা নিয়ম মেনে চলার অনুরোধ করছি। অন্তত মাস্ক পরা ও হাত ধোয়ার বিষয়টি মেনে চলার আহ্বান জানাচ্ছি।


এ বছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ২১ জন বিশিষ্ট নাগরিককে সম্মানসূচক একুশে পদকে ভূষিত করা হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ দিন প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তাদের হাতে এই পদক তুলে দেন।

ads

Our Facebook Page